বকশীগঞ্জে ভারতীয় যুবক আটক, রাখা হলো ১৪ দিনের কোয়ারেন্টাইনে!


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম সুমন মিয়া (২০)। সে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়ি এলাকার এসপসপাড়া গ্রামের আবু তালেবের ছেলে।
গতকাল সোমবার রাতে ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর বাজার এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করেন।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে কামালপুর বাজার এলাকায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই যুবকের বাড়ি ভারতের জলপাইগুঁড়িতে বলে জানায়। সে কয়েকদিন পূর্বে কুড়িগ্রামের বুড়িমারী টেংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল ওই যুবককে তার হেফাজতে রাখা হয়।
আজ মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ ভারতীয় যুবককে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, ভারতীয় যুবককে উদ্ধারের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে ভারতীয় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.