বকশীগঞ্জে ভাইরাল হওয়া অডিও রেকর্ড নিয়ে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম।
আজ রোববার ( ২৭ মার্চ) বিকাল ৩ টায় বগারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম জানান, স্থানীয় এক যুবলীগ সদস্যকে আমি মোবাইলে গালি ও হত্যার যে হুমকির বিষয়ে অডিও ফাঁস হয়েছে তা আমার নয়। আমি তাকে কখনো মোবাইলে হুমকি দেয় নি। পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ সদস্য আলী হোসেন আমাকে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে। আমাকে ফাঁসাতে মিথ্যা অডিও রেকর্ডটি ফেসবুকে ছড়ানো হয়েছে।
গত ইউপি নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হই। এ কারণে স্থানীয় একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে । আমাকে নানাভাবে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
তাই তিনি এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বকশীগঞ্জ উপজেলা ও জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে বগারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ও আলীরপাড়া গ্রামের বাসিন্দা আলী হোসেনকে চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম মোবাইলে হত্যার হুমকি দেন এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে ২৭ মার্চ বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.