বকশীগঞ্জে ভন্ড কবিরাজকে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভেজাল ওষুধ বিক্রির সময় এক ভন্ড কবিরাজকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৪৭ পিস ভেজাল ওষুধ ধ্বংস করা হয়েছে।
আজ রোববার বিকাল ৫ টার দিকে বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালতে ইসরাফিল হক (২৭) নামে ওই কবিরাজকে দন্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর আমখাওয়া গ্রামের দীন ইসলামের ছেলে কারী ইসরাফিল হক পৌর শহরের মধ্যবাজারে রাস্তার পাশে ভেজাল ওষুধ বিক্রির উদ্দেশ্যে অস্থায়ী দোকান বসালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসরাফিলক হককে ১০ দিনের বিনাশ্রম প্রদান করেন। একই সাথে ১৪৭ পিস ভেজাল ওষুধ ধ্বংস করা হয়। এসময় বকশীগঞ্জ থানার এএসআই জুবায়েল হক উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.