বকশীগঞ্জে বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চলতি মৌসুমের অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কৃষক নির্বাচন উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা খাদ্য বিভাগের আয়োজন কৃষক নির্বাচন উপলক্ষে আ সোমবার দুপুর ১২ টায় উপজেলা সম্মেলনকক্ষে লটারি অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহীদুল্লাহ, উপজেলা খাদ্য পরিদর্শক শামীমা নাসরীন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, নিলাখিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বোরো ধান সংগ্রহ উপলক্ষে লটারির মাধ্যমে ২২৬৮ জন কৃষক প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। প্রতিটি কৃষক প্রতি ১০৪০ টাকা দরে এক টন ধান উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.