বকশীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীর সংবাদ সম্মেলন: রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা না করতে আহবান



বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটতরাজ না করতে অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১ টায় বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট প্রাঙ্গনে ওই সংবাদ সম্মেলন করেন প্রধান সমন্বয়কারী ও ৪ সহ সমন্বয়কারী।
সংবাদ সম্মেলনে প্রধান সমন্বয়কারী শাহরিয়ার আহাম্মেদ সুমন বলেন, আমরা অনেক রক্তের বিনিময়ে শেখ হাসিনা সরকারকে হঠিয়েছি। কিন্তু একটি মহল আমাদের অর্জনকে ম্লান করতে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করছে। যা কোনভাবেই কাম্য হতে পারে না। পাশাপাশি সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতন না করতে অনুরোধ করেন এই সমন্বয়কারী।
আমরা সকলকে উদাত্ত আহবান জানাই কেউ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটতরাজ করবেন না। তাই তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানান।
সংবাদ সম্মেলনে সহ সমন্বয়কারী লাদেন আকন্দ, সহ সমন্বয়কারী আমির হোসেন, সহ সমন্বয়কারী সাকিব হাসান ও সহ সমন্বয়কারী খন্দকার কাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.