বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক নেই : সা’আদ আহমেদ রাজু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন কমিটি নেই। সেই সাথে নেই কোন সমন্বয়ক বা সহ সমন্বয়ক।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের সমন্বয়ক সা’আদ আহমেদ রাজু। রাজু সম্প্রতি তার ফেসবুকে বিষয়টি নিয়ে একাধিক পোষ্ট করেছেন।
এবিষয়ে রাজু জানান, আমরা শুনতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে কয়েকজন সমন্বয়কের পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে আপত্তিকর কর্মকান্ড পরিচালনা করছে। যা খুবই দুঃখজনক। মূলত জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা সহ কোনো উপজেলাতেই কোন কমিটি নেই।
এমতাবস্থায় যদি কোন ব্যক্তি সমন্বয়কের নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সা’আদ আহমেদ রাজু। তিনি এবিষয়ে সকলকে সচেতন ও সতর্ক হওয়ার অনুনোধ জানিয়েছেন। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.