বকশীগঞ্জে বেতন বৈষম্য নিরসনের দাবীতে অনির্দিষ্টকালের কর্ম বিরতিতে স্বাস্থ্য সহকারীরা


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্বাস্থ্য পরিদর্শকদের-১১ তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের-১২ তম গ্রেড ও স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসন করার দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালিত হচ্ছে।
বাংলাদেশ হেল্থ এসিসটেন্ট এসোসিয়েশন বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দ্বিতীয় দিনের কর্ম বিরতি পালন করা হয়।
কর্ম বিরতির দ্বিতীয় দিনে বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশনের বকশীগঞ্জ শাখার সভাপতি মো. আঃ ছামাদ , সাধারণ সম্পাদক তাহিরুল ইসলামের নেতৃত্বে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী বৃন্দ অংশ গ্রহণ করেন।
স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে সকল ইপিআই কার্যক্রম ও টিকা কার্যক্রম বন্ধ থাকায় শিশুদের টিকা প্রদান করা যাচ্ছে না।
স্বাস্থ্য সহকারীরা জানান , সরকার তাদের ন্যায্য দাবী গুলো মেনে নিলেই তারা মাঠের কার্যক্রম শুরু করবেন। অন্যথায় সকল কার্যক্রম বন্ধ থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.