বকশীগঞ্জে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জোবায়ের হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা ফাতেমাতুজ্জামান জোহুরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ ও কৃষিবিদ আনোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, বকশীগঞ্জ উপজেলার ৮০ জন কৃষককে ৫ কেজি করে মাসকালাই বীজ , ১০ কেজি ডিএপি সার , ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.