বকশীগঞ্জে বিনামূল্যে টিকা প্রদান ক্যাম্পেইন 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে প্রাণি সম্পদ অধিদপ্তরের “মাঠ পর্যায়ে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের” আওতায় বিনামূল্যে ছাগল ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ অক্টোবর) উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিলেরপাড় গ্রামের হাজী কিংরাজের বাড়িতে ছাগল ও ভেড়ার টিকা প্রদান করা হয়।
টিকাদান কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান।
ডা. শাহরিয়ার মাহমুদ আরমান জানান, ছাগল ভেড়ার পিপিআর রোগ নির্মূলে ৮ নম্বর ওয়ার্ডে ৬০০ ছাগল ভেড়াকে টিকা প্রদান করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.