বকশীগঞ্জে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম কারী, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. আশরাফ, যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক গাজীউর রহমান মোল্লা, পৌর যুবদলের আহবায়ক শাকিল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুর রহমান দুলাল ,ওলামা দল নেতা মওলানা রুহুল আমিন, মহিলা দল নেত্রী শান্তি বেগম প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.