বকশীগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজার নগর মামুদ উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার, সাজেদা ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী লৎফর রহমান, নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সমাজসেবক মোতালেব সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক বৃন্দ , ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মুন মুন জাহান লিজা ও উপস্থিত বক্তারা সাজেদা ফাউন্ডেশনের এই ধরণের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও শরীরচর্চা ও খেলাধুলা আয়োজন করতে সংস্থার প্রতি অনুরোধ করেন।
দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.