বকশীগঞ্জে বন্যার্তদের জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বানভাসি মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা চত্বরে তাঁবু টানিয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকার অস্থায়ী ক্যাম্পটি উদ্বোধন করেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসান মাহবুব খান উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২৭ জুন থেকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুরচর, বগারচর ও নিলক্ষিয়া ইউনিয়নের প্রথম দফা বন্যা শুরু হয়। এরপর ১২ জুলাই দ্বিতীয় দফা ও ১০ জুলাই থেকে তৃতীয় দফা বন্যা শুরু হয়।

তৃতীয় দফায় বন্যায় বকশীগঞ্জ উপজেলার প্রায় ৭০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। পানি বৃদ্ধির ফলে অনেক পরিবারের ঘরে পানি উঠেলে দুর্ভোগে পড়েন তারা।

তাই বানভাসিদের আশ্রয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।

ইতোমধ্যে ৬ টি পরিবার অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। আশ্রয়গ্রহণকারীদের জন্য অস্থায়ী ল্যাট্রিনও স্থাপন করা হয়েছে।
এছাড়াও উপজেলা পল্লী উন্নয়ন ভবনের বারান্দাতেও আশ্রয় নিয়েছেন কয়েকটি পরিবার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.