বকশীগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে শিক্ষার্থীদের জানান দিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে মঙ্গলবার (১৬ জুলাই) সকালে পৌর শহরের সানরাইজ এডুকেয়ার একাডেমিতে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর বকশীগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ।
শিক্ষক এনামুল হাসান পারভেজের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সরকার, ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী মো. কাইমুল আলম,পুবালী ব্যাংক বকশীগঞ্জ উপশাখার ব্যবস্থাপক ফারহানা রহমান সীমুন, সানরাইজ এডুকেয়ার একাডেমির অধ্যক্ষ বিএম পাপুল হোসেন, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সানরাইজ এডুকেয়ার একাডেমির পরিচালক রুহুল আমিন, সমাজ সেবক দেলেয়ার হোসেন প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজীত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.