বকশীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ আগস্ট শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বকশীগঞ্জ থানা পুলিশ, বকশীগঞ্জ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১১ টায় উপজেলা সরকারি গণগ্রন্থাগারে বকশীগঞ্জ ইউএনও আ.স.ম.জামশেদ খোন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, মুক্তিযোদ্ধা আফসার আলী ও ব্যবসায়ী আবদুল হামিদ।

সামাজিক দূরত্ব বজায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ইমামগণ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.