বকশীগঞ্জে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তীর ৫০ বছর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তীর ৫০ বছর উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সরকারি গণগ্রন্থারে রোববার (২৮ মে) বিকাল ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা , বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মান্নান।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.