বকশীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ব্যারিস্টার ছামির সাত্তারের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার পরিবেশন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় খাবার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক ব্যারিস্টার ছামির সাত্তারের উদ্যোগে পৌর এলাকার ধুমালী পাড়া আলহাজ বলাই সরকার হাফিজিয়া মাদ্রাসায় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত মাদ্রাসার মোহতামীম মওলানা তাজুল ইসলাম, ব্যারিস্টার ছামির সাত্তারের প্রতিনিধি ব্যবসায়ী খোকন আকন্দ, জিসান হাবিব সহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.