বকশীগঞ্জে ফেসবুকে পোষ্ট দেখে বৃদ্ধ দম্পতির পাশে ইউএনও!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া এলাকায় জরাজীর্ণ ছাপড়া ঘরে মানবেতর জীবনযাপন করছেন এক বৃদ্ধ ও তার স্ত্রী। সেই বৃদ্ধ দম্পতির বেহাল অবস্থা ও ভাঙা ঘরের ছবি তুলে ফেসবুকে পোষ্ট করেন সাআদ আহমেদ রাজু নামে এক শিক্ষার্থী। তাতেই রীতিমত ভাইরাল সেই পোষ্ট। সেই পোষ্ট দেখে বৃদ্ধ সাত্তার মিয়া (৮০) ও তার স্ত্রী হাজেরা বেগমের পাশে দাঁড়ান উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা।
১২ মে বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষে সেই বৃদ্ধ দম্পতিকে এক বান্ডিল ঢেউটিন, ২০ কেজি চাল, ডাল, পেঁয়াজ, গোল আলু সহ শুকনো খাবার বিতরণ করেন ইউএনও মুন মুন জাহান লিজা।
এসময় তিনি ওই দম্পতিকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন। উপজেলা প্রশাসনের কাছে থাকার জন্য একটি ঘর চেয়েছেন নি:সন্তান সাত্তার মিয়া দম্পতি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.