বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে নাশকতার মামলায় চারজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য মামলায় আরো চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান লাকপতি (৪৫), বাট্টাজোড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মমিনুল ইসলাম (৫৫), একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব (৭০) ও বকশীগঞ্জ পৌর শহরের আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোহাগ রানা (৩৩)।
অপরদিকে অন্যান্য মামলায় আরো চারজনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিটিসি নিউজকে জানান, নাশকতার মামলায় আটককৃত ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা সহ ৪ জন ও অন্যান্য মামলা আটক ৪ জনকে আদালতের প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.