বকশীগঞ্জে পুলিশি অভিযানে ১৩ জুয়াড়ি গ্রেপ্তার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে ১৩ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী শান্তি নগর এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আইরমারী বটতলা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে মোতালেব (৪২), মৃত হবিবুর রহমানের ছেলে অহিজল (৫৫), ফরহাদ আলীর ছেলে নূর ইসলাম (৬০), মৌলভী মিয়ার ছেলে তারা মিয়া (২৫), কফিল উদ্দিনেরর ছেলে নূরনবী (২০) , মোঃ দুলাল সরকার (৪৫), আইরমারি সরকার বাড়ীর মৃত ডাইবরের ছেলে দুলাল সরকার (৪৫), সাধুরপাড়া খানপাড়া গ্রামের সোহরাব হাজীর ছেলে রমজান খান (৩৮), পূর্ব কামালের বার্ত্তী গ্রামের শরাফত আলীর ছেলে আলাউদ্দিন, সাধুরপাড়া মোল্লাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫), আইরমারি সরকার পাড়া গ্রামের বাক্কি সরকারের ছেলে শরিফ মিয়া (২৮), মালিরচর তকিরপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে দুলাল মিয়া (৫৯), শেরপুর সদর উপজেলার কাউয়া পেচী গাজীর খামার এলাকার জয়মত আলীর ছেলে মহর উদ্দিন (৩৩), শেরপুর সদর উপজেলার কুরুলিয়া কান্দা গ্রামের হান্নান মিয়ার ছেলে সুজন মিয়া (৩৫)।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বিটিসি নিউজকে জানান, গ্রেপ্তারের পর জুয়ারিদের বিরুদ্ধ জুয়া আইনে একটি মামলা রুজু হয়েছে। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমি যতদিন আছি বকশীগঞ্জ উপজেলায় কোন জুয়া খেলা চালাতে দিব না। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.