বকশীগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায় এবং বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গতকাল সোমবার বিকালে থানা কম্পাউন্ডে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সীমা রানী সরকার।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের সঞ্চালনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেলের সভাপতিত্বে
এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, নারী ইউপি সদস্য নুরজাহান বেগম অঞ্জলী প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.