বকশীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হলেন শিশু রাফিয়া

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে অটো ভ্যানের ধাক্কায় রাফিয়া আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) সন্ধ্যা ৬ টার দিকে পৌর এলাকার কাগমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাফিয়া আক্তার মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামের মিশু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, মেরুরচর ইউনিয়নের পুরান টুপকার চর গ্রামের প্রাইভেটকার চালক মিশু মিয়ার স্ত্রী কাজল আক্তার তার তিন বছরের কন্যা শিশু রাফিয়াকে নিয়ে সকালে বাবার বাড়ি পৌর এলাকার কাগমারী পাড়াতে বেড়াতে যান।
বিকালে শিশু রাফিয়া তার নানা কালাম মিয়ার সঙ্গে কাগমারী পাড়া গ্রামের পাকা রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় রাস্তা পার হতে গেলে একটি চলন্ত অটো ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে মারাত্মক আহত হয় রাফিয়া আক্তার।
আহত রাফিয়াকে এসময় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু রাফিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বিটিসি নিউজকে জানান, এঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.