বকশীগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সম্প্রতি বন্যায় নদী ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের নেতৃত্বে মেরুরচর ইউনিয়নের নদী ভাঙনের কবলে পড়া ৩০ টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার প্যাকেজ (১৪.৬ কেজি) বিতরণ করা হয়। উক্ত প্যাকেজে চাল, ডাল সহ আট ধরণের খাদ্য পণ্য রয়েছে।
মেরুরচর ইউনিয়নের চিনারচর, ভাটি কলকিহারা, উজান কলকিহারা এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য প্যাকেট গুলো বিতরণ করা হয়।
এসময় বিতরণকালে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা পিআইও মো. মজনুর রহমান, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার বিকালে সাধুরপাড়া ইউনিয়নের তালতলা, আইরমারী খান পাড়া, চর আইরমারী, মদনের চর এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.