মানববন্ধনে বক্তারা বলেন, দশানী নদীর কড়াল গ্রাসে বিলীন হচ্ছে ফসলি জমি, বসত ভিটা ও ঘর বাড়ি। গত ১৫ দিনের তীব্র ভাঙনে আগ্রাসী রূপ ধারণ করেছে দশানী নদী। এই ভাঙন থেকে রক্ষা পাচ্ছে না জামে মসজিদ, কবরস্থান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
তাই আমরা মসজিদ ও ফসলি জমি রক্ষার দাবি জানাচ্ছি। দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর দাবি জানান এলাকাবাসী। এসময় তারা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.