বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্র শেখর। সোমবার (২৫ আগস্ট) দুপুর ২ টায় স্থল বন্দরের পরিদর্শন শেষে বন্দরের কর্মকর্তা, ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় বন্দরে ইমিগ্রেশন চালু করা, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম জোড়দার করা, ব্যবসায়ী ভিসা চালু করা, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কন্নয়ন করা, বন্দরগামী ভারতের অভ্যন্তরে বেহাল সড়ক সংস্কার করা নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি অনুমোদনকৃত পন্য আমদানি করতে সহকারী হাই কমিশনারকে অনুরোধ করা হয়।
মতবিনিময় সভায় সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্র শেখর ধানুয়া কামালপুর স্থল বন্দরের কার্যক্রম জোড়দার করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও স্থল বন্দর প্রাঙ্গনে শুভেচ্ছা স্মারক একটি কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্র শেখর। পরে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.