বকশীগঞ্জে দি হাঙ্গার প্রজক্টের কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট এর কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা ২৮ মে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্টের জামালপুর জেলা সমন্বয়কারী আতিকুর রহমান সুমন এর সঞ্চালনায় উক্ত অবহিতকরণ সভায় সাবেক সিভিল সার্জন ডা. সিদ্ধেসর সাহার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্য জয়নাল আবেদিন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, দি হাঙ্গার প্রজেক্টের ফাইন্যান্স অফিসার রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, এনজিও প্রতিনিধি মোফাজ্জল হক আলম প্রমুখ।
কোভিড-১৯ নিয়ে প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি, উঠান মিটিং, বিদ্যালয়ে ক্যাম্পেইন করা, ভ্যাসকিন কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে উদ্বুদ্ধ করণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, যুব নেতৃবৃন্দ, নেতৃবন্দ উক্ত অবহিতকরণ সভায় অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.