বকশীগঞ্জে দাখিল মাদ্রাসার ৪ তলা ভবন নির্মাণের কাজ উদ্বোধন


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার সীমার পাড়ে অবস্থিত কোহিনুর আদর্শ দাখিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সাবেকমন্ত্রী আবুল কালাম আজাদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাটির উন্নয়নে চার তলা বিশিষ্ট ভবনটি নির্মাণের ব্যবস্থা করা হয়।

আজ সোমবার (১৫ জুন) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) আ.স.ম.জামশেদ খোন্দকার ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নুরুল আমিন ফোরকান, মাদ্রাসার সুপার মওলানা শফিউল ইসলাম, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন সাকা, স্থানীয় সাংসদের এপিএস মোস্তাফিজুর রহমান বিপ্লব, রিফাউল্লাহ হাসান নিরব তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান এস মাহমুদ ইন্টারন্যাশনালের বাস্তবায়নে দুই কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে চার তলা ভবনটি নির্মাণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.