বকশীগঞ্জে ড্রেজার মেশিনে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে মারধর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন করতে বাঁধা দেওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল ৫ টার দিকে নিলাখিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় সন্ধ্যায় চার জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কর্মকর্তা।
স্থানীয় ও ভূমি অফিস সূত্রে জানা যায়, জিগাতলা গ্রামের এমাজ উদ্দিনের ছেলে হাছেন মিয়া পাশবর্তী বিনোদরচর গ্রামে তার জমিতে ড্রেজার মেশিন বসিয়ে কয়েকদিন থেকে বালু উত্তোলন করে আসছিলেন।
এনিয়ে স্থানীয়রা বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বীকে জানালে তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল গণিকে বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে ঘটনাস্থলে পাঠানো হয়। ওই কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে জমির মালিক হাছেন মিয়া ও ড্রেজার মালিক আবদুল কুদ্দুসকে বালু উত্তোলন বন্ধ করতে বললে তাদের সাথে বাদানুবাদ হয় ভূমি কর্মকর্তার।
এক পর্যায়ে হাছেন মিয়া, আবদুল কুদ্দুস, বেলাল মিয়া সহ ড্রেজার মেশিনের শ্রমিকরা আবদুল গণিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দীর্ঘক্ষণ প্রাথমিক চিকিৎসা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাসায় চলে যান তিনি।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন ও সরঞ্জামাদী জব্দ করেছেন।
মারধরের ঘটনায় নিলাখিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল গণি চার জনকে অভিযুক্ত করে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বিটিসি নিউজকে জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.