বকশীগঞ্জে ঝর্নার পানিতে ভেসে গেল ইউপি সদস্যের পুকুরের রেনু পোনা!


বকশীগঞ্জ (জামালপুর )প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ের ঝর্নার পানিতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছের রেনু পোনা ভেসে। গতকাল শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা পুকুরের বাঁধ কেটে দিলে সব রেনু পোনা পাহাড়ের ঝর্নার পাসিতে ভেসে যায়।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পুকুর মালিক ও স্থানীয় ইউপি সদস্য নুরজাহান বেগম অঞ্জলি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুঝুরি গ্রামের নারী ইউপি সদস্য নুরজাহান বেগম বালুঝুরি এলাকায় গারো পাহাড়ের পাদদেশে পুকুর তৈরি করে মাছের চাষ শুরু করেন। তিনি ১.২৮ শতাংশ জমির পুকুরে এ বছর মাছের রেনু পোনা চাষ করেছিল।
গতকাল শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা সুযোগ বুঝে ওই পুকরের বাঁধ কেটে দিলে পুকুরের সব রেনু পোনা ঝর্নার পানিতে ভেসে যায়। এতে করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছের রেনু পোনা পানিতে ভেসে গেছে দাবি করেছেন ওই নারী ইউপি সদস্য নুরজাহান বেগম।
বিষয়টি জানাজানি হলে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়।
আজ রোববার দুপুরে এ ঘটনায় ইউপি সদস্য নুরজাহান বেগম বাদী হয়ে স্থানীয় বালুঝুরি গ্রামের জহুরা বেগম, হযরত আলী, হোসেন আলী সহ পাঁচ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করতে একজনকে এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.