বকশীগঞ্জে জে.এম এন্টারপ্রাইজের কার্যক্রম উদ্বোধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের ঐতিহ্যবাহী নঈম মিয়ার বাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান (যানবাহনের যন্ত্রাংশ) মেসার্স জে.এম এন্টারপ্রাইজের কার্যক্রম মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে উদ্বোধন করা হয়েছে।

দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রোমান প্রধান অতিথি থেকে উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার , দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান হোসেন সোলাই,বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম, জেএম এন্টারপ্রাইজের প্রোপাইটর জামিউল ইসলাম, খোরশেদ আলম, সোলাইমান হোসেন, শাহীন, তারা গাজী, ছাত্রনেতা ওমর ফারুক সহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.