বকশীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া, খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) এ উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবদুল আলিম তারা ও সদস্য ফরহাদ হোসেনের পলাশের সঞ্চালনায় এবং উপজেলা যুবলীগের আহবায়ক নেপাল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন জুলফিকার, উপজেলা যুবলীগের সদস্য শামীম খোন্দকার,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মির্জা স¤্রাট প্রমুুখ।

দোয়া ও আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন যুবলীগের নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.