বকশীগঞ্জে জাতীয় গণগ্রন্থাগার দিবস পালিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উৎসব মুখর পরিবেশে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গণগ্রন্থাগার দিবস আজ শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে পালিত হয়েছে।
উপজেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে দিবসটির আলোচনা সভায় উন্নত জাতি গঠনে গ্রন্থাগারের অবদান ও বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে গ্রন্থাগারের ব্যবহার নির্দেশিকা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার।
পৌর কিশোর-কিশোরী ক্লাবের কবিতা আবৃত্তিকারক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী।
এসময় লাইব্রেরি সহকারী আবু হাসেম সহ বিভিন্ন প্রতিযোগী, পাঠক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও মুজিব কর্নার উদ্বোধন করা হয় এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.