বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত



বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে বুধবার (৩১ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বেলা ১১ টায় একটি সড়ক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় এসময়  বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মওলানা শাহজালাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, মৎস্যজীবী গঙ্গারাম দাস প্রমুখ। পরে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিক ভাবে পোনা মাছ অবমুক্ত করা হয়।
র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষিরা অংশ গ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.