বকশীগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে “নাগরিক অধিকার করতে সুরক্ষণ,৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর ১২ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিতে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, এসিল্যান্ড মো. আতাউর রাব্বী, মেডিকেল অফিসার ডা. এমকেএইচ মুনিম সুপ্ত, সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার রাজু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার, পৌর আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোনে সাকা, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল, সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান , উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, ইউপি সদস্য মির্জা সোহেল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের সচিব ও পরিষদের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.