বকশীগঞ্জে ঘাত সহিষ্ণু ওয়াশ মডেল জনস্বাস্থ্য প্রকৌশল বিষয়ক শেয়ারিং সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ঘাত সহিষ্ণু ওয়াশ মডেল জনস্বাস্থ্য প্রকৌশল ও অন্যান্য সংস্থার সাথে শেয়ারিং সভা ২ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের আয়োজনে শেয়ারিং সভাটি অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় শেয়ারিং সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রাকিবুর রহমান, সাজেদা ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী লুতফর রহমান, বালুরচর প্রদীপ উন্নয়ন সংঘের সভাপতি শিউলি বেগম, লাভলী বেগম, শাহীনা বেগম প্রমুখ।
ওয়াশ অবকাঠামো, কিউবিক্যাল বাথ, নলকূপ রক্ষণাবেক্ষণ, নারী ওয়াশ দলের ভূমিকা, উপজেলা প্রশাসন, উপজেলা জনস্বাস্থ্য দপ্তর এর সাথে যোগাযোগ বৃদ্ধি করা, ২৫ টি সিবিও মনিটরিং করা, বন্যার সময়ে উন্নয়ন সংঘের ভলান্টিয়ার গুলোকে কাজে লাগাতে বলা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.