বকশীগঞ্জে গৃহহীন-ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের কার্যক্রম ও কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

আজ শনিবার বিকালে তিনি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর , মাইছানিরচর গ্রাম সহ বিভিন্ন গ্রামে খাস জমিতে সরকারি ঘর নির্মাণ কাজের মান ও কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপকারভোগী পরিবারের সাথে মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর দেওয়া হচ্ছে এমন বার্তা পৌঁছে দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বকশীগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি খাস জমিতে ‘ক’ শ্রেণীির ভূমিহীন ও গৃহহীন ১৪২ টি পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে সরকারি ঘর। ইতোমধ্যে নির্মাণ কাজ সিংহভাগ অগ্রগতি হয়েছে।
আগামী ১৫ জানুয়ারর মধ্যে উপকারভোগীদের হাতে নির্মিত ঘর হস্তান্তর করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.