বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে বাড়তি নিরাপত্তা নিয়েছে থানা পুলিশ। কোরবানীর হাটে বসানো হয়েছে পুলিশের সহায়তা কেন্দ্র। একারণে ইজারাদার, ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এরই অংশ হিসেবে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকালে বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নঈম মিয়ার বাজারের গরুর হাটে জামালপুর জেলা পুলিশের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন জেলা পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ।
এসময় কোরবানীর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন পুলিশের দুই কর্মকর্তা।
নঈম মিয়ার বাজার গরুর হাটের ইজারাদার মহসিন আলী রিপন জানান, এবারের ঈদ উপলক্ষে দূরদূরান্ত থেকে গরুর পাইকাররা নঈম মিয়ার হাটে এসেছেন। তারা প্রতি হাটেই গরু কিনে ঢাকায় পাঠাচ্ছেন। তাদের সার্বিক নিরাপত্তায় পুলিশ অগ্রনি ভূমিকা পালন করছে। পুলিশের একটি টিম গরুর হাটে কাজ করছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিটিসি নিউজকে জানান, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, জাল টাকা রোধ, প্রতারক চক্র হতে সচেতন করতে থানা পুলিশ প্রতিটা গরুর হাটে দায়িত্ব পালন করছে। কোন ক্রেতা বিক্রেতা যেন ভোগান্তিতে না পড়েন এবং নিরাপত্তাহীনতায় না ভোগেন সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আমাদের টিম জননিরাপত্তায় কাজ করছে।
তারপরও তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন ওসি খন্দকার শাকের আহমেদ।
এদিকে গরুর হাটে পুলিশি নিরাপত্তায় ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী ও খামারিদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
গরুর পাইকার আ: ছামাদ জানান, এই হাটে নিরাপত্তা নিয়ে আমাদের কোন সমস্যা নেই। পুলিশের উপস্থিতির কারণে প্রতারক চক্র সুবিধা করতে পারছে না। তিনি পুলিশকে ধন্যবাদ জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.