বকশীগঞ্জে কৃষক দল নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে ইউনিয়ন কৃষক দলের সদস্য রমজান আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে মেরুরচর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মেরুরচর ইউনিয়নের মাদারের চর গ্রামের যুবদল নেতা মফিজুর রহমান বিপ্লব পারিবারিক বিরোধের জের ধরে তার ভাতিজা ইউনিয়ন কৃষক দলের সদস্য রমজান আলীর বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছেন।
যুবদল নেতা বিপ্লব প্রতিহিংসা পরায়ণ হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের ভুয়া কমিটি বানিয়ে সেখানে রমজান আলীর নাম ঢুকিয়ে রমজান আলীকে আলীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন ও বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছেন।
তারা আরো বলেন রমজান আলী বিএনপি পরিবারের সন্তান। আওয়ামী লীগের সাথে তার কোন সম্পর্ক নেই। তাই তার বিরুদ্ধে অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন আকন্দ, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবদুল খালেক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাফিল আলম, যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, ভুক্তভোগী কৃষকদল নেতা রমজান আলী।
সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.