BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত

বকশীগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) উপসচিব মাহবুব  আলম।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার রাজুর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি  উপস্থিত ছিলেন জেলা আইসিটি কর্মকর্তা ফুয়াদ  মুহাম্মদ খান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ