বকশীগঞ্জে কর্মস্থলে ফেরার পথে মেরিন ইঞ্জিনিয়ারকে পেটানোর অভিযোগ!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরেরর বকশীগঞ্জে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে এক মেরিন ইঞ্জিনিয়ারকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

মারাত্মক আহত হওয়া ওই ইঞ্জিনিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ইউনাইটেড গ্রুপ পাওয়ার প্লান্টে কর্মরত মেরিন ইঞ্জিনিয়ার আরাফাত হোসেন আনন্দ ঈদের ছুটি কাটাতে নিজ বাড়ি বকশীগঞ্জ পৌর এলাকার দড়িপাড়া গ্রামে আসেন।
ঈদের ছুটি শেষে শুক্রবার (১৩ জুন) বিকালে কর্মস্থলে ফেরার জন্য বাড়ি থেকে বের হয়ে বকশীগঞ্জ শহরের সীমার পাড় এলাকায় আয়েশা পরিবহনের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন প্রকৌশলী আরাফাত হোসেন আনন্দ।
এসময় দড়িপাড়া এলাকার মো. আব্দুল্লাহর ছেলে লাজু, লিমন সহ অনেকেই আরাফাত হোসেন আনন্দের ওপর অতর্কিত হামলা করেন। হামলাকারীরা এসময় লোহার রড ও লাঠি সোঠা নিয়ে আনন্দকে বেধড়ক পেটাতে থাকেন এবং তার সঙ্গে নগদ টাকা, চাকুরীর আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেন। তিনি মারাত্মক আহত হলে পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন প্রকৌশলী আরাফাত হোসেন আনন্দ।
এঘটনায় আইনগত প্রতিকার চেয়ে আহত আরাফাতের বাবা একরামুল ইসলাম বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা এঘটনার নিন্দা জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আরাফাত হোসেন আনন্দের বাবা একরামুল ইসলাম বিটিসি নিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে সে বেঁচে ফিরেছে। অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিটিসি নিউজকে জানান, হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.