বকশীগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনা পরিস্থিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী করোনা কালীন সময় স্বাস্থ্যসেবা, করোনা রোগীদের তদারকি, সকলের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসেবার মান বৃদ্ধি করা, রোগীদের খাবারের মান বৃদ্ধি করা, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারীর হার বৃদ্ধি করা, স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ প্রকারের ওষুধ সরবরাহ করা, ইনডোর ও আউটডোর বিভাগের আশেপাশে দালাল মুক্ত করা ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করা নিয়ে কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আন্তরিকতার কারণে এ পর্যন্ত বকশীগঞ্জ উপজেলায় এক হাজার ১১১ জন রোগীর করোনা পরীক্ষা করা হলে এদের মধ্যে ১৩৪ জন করোনা রোগী আক্রান্ত হয়। এর মধ্যে ১৩২ জন রোগী সুস্থ হয়।
বর্তমানে এক জন রোগী হোম আইসোলেশনে রয়েছেন এবং একজন রোগী মারা গেছেন।

এছাড়াও এই মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.