বকশীগঞ্জে এসডব্লিওডিএ’র উদ্যোগে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত সংস্থা সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির (এসডব্লিওডিএ) উদ্যোগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সাধুরপাড়া ইউনিয়নের ডেরুরবিল গ্রামের অটল মিয়ার বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সংস্থার নির্বাহী পরিচালক ফাতেমা খাতুন বীনার সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আ: ছালাম, সংস্থার উপদেষ্টা জিএম সাফিনুর ইসলাম মেজর, নারী ইউপি সদস্য নিপা বেগম, মোছা. ইয়াসমীন, গোলেছা বেগম, মনোয়ারা বেগম, আঞ্জুয়ারা বেগম, খোকা মিয়া, ফজলু মিয়া প্রমুখ। এসময় সংস্থার কর্মকর্তা, সদস্য, সুধীজন উপস্থিত ছিলেন।
যদি কোথাও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে তাহলে ৯৯৯ নম্বরে ফোন করে জুরুরী সেবা নেওয়ার আহবান জানানো হয়। পাশাপাশি বাল্যবিবাহ রোধে সরকারি হটলাইন নম্বর ১০৯ তে ফোন করে সেবা নিতে বলা হয়। এছাড়াও মহিলা বিষয়ক অফিস ও উপজেলা প্রশাসনকে অবগত করেও বাল্য বিবাহ রোধের জন্য বলা হয়।
নারীর প্রতি সব ধরণের সহিংসতা প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধে সকলে একাত্মতা ঘোষণা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.