বকশীগঞ্জে এলজিইডির নব-নির্মিত ব্রিজ উদ্বোধন


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বন্যা ও দুর্যোগ ক্ষতিগ্রস্থ অবকাঠামো পুনবার্সন প্রকল্পের আওতায় আজ সোমবার দুপুর ১২ টায় নব-নির্মিত ৫১ মিটার দৈর্ঘ্যরে আরসিসি ব্রিজ উদ্বোধন করা হয়েছে।
মেরুরচর ইউনিয়নের খেওয়ার চর গ্রামে নির্মিত ব্রিজটি উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
ব্রিজ উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, এলজিইডির উপজেলা প্রকৌশলী শামছুল হক, আবুল কালাম আজাদ এমপির একমাত্র মেয়ে মরিয়ম আজাদ লিমা, জামাই সাইফুল ইসলাম নিটন, ব্রিজ নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান দূর্গা এন্টারপ্রাইজের প্রোপাইটর শ্যামল চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে চুক্তিমূল্য ২ কোটি ৪৭ লাখ ১৩ হাজার ২০০ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দূর্গা এন্টারপ্রাইজ ব্রিজটি নির্মাণ কাজ সম্পন্ন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.