বকশীগঞ্জে এলজিইডির আয় বর্ধক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় (এলজিইডি) পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি) প্রকল্পে নিয়োজিত দুস্থ নারীদের নিয়ে আয় বর্ধক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এলজিইডির আরইআরএমপি-৩ প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
এতে রিসোর্স পারসন ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জোবায়ের হোসেন ও এলজিইডির কমিউনিটি অর্গানাইজার আনোয়ার পারভেজ।
প্রশিক্ষণে বকশীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়নের ৭০ জন নারী আয় বর্ধক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। গ্রামীণ রক্ষণবেক্ষণ করা ও স্থানীয় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.