বকশীগঞ্জে উপজেলা হাট বাজার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের আওতায় উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, এসিল্যান্ড স্নিগ্ধা দাস, প্রভাতী প্রকল্পের ডেপুটি টিম লিডার মো. সাইফুল ইসলাম, জামালপুর এলজিইডির প্রভাতী প্রকল্পের সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ , আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, জিএম জসিম উদ্দিন প্রমুখ।
কর্মশালায় গ্রামীণ বাজারকে কার্যকর করার লক্ষ্যে ব্যবসায়ী বাজার ব্যবহারকারী জনগোষ্ঠি এবং বাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ভূমিকা এবং দায়িত্ব, বাজার উন্নয়নে সম্ভাব্য আর্থিক সংস্থানের উপায় চিহ্নিতকরণ এবং মহিলা ব্যবসায়ীদের সম্পৃক্তকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.