বকশীগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়কদের নিয়ে প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যায় শহরের ওয়েস্টার্ন শোরুমে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শামসুল আলমের সঞ্চালনায় এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবদুল হালিম মন্ডল, যুগ্ন আহ্বায়ক নুরুল ইসলাম বাদশা, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, আবদুল হামিদ, নুরুল ইসলাম তোতা, যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম কারী, মোতালেব সরকার, গোলাম রব্বানী, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর প্রমুখ।
পরিচিতি সভা বক্তারা আগামী দিনে উপজেলা বিএনপি, পৌর বিএনপির নেতৃত্বে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পরামর্শ প্রদান করেন। দলের ত্যাগী নেতাদের মূল্যায়ণ করে পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের জন্য বলা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.