বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে ওয়াশ অংশীদারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সৌহাদ্য-৩ কর্মসূচির উপজেলা পর্যায়ে ডিপিএইচই, ইউনিয়ন পরিষদ ও অন্যান্য ওয়ার্শ অংশীদারদের সাথে আজ সোমবার দুপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
কেয়ার বাংলাদেশ ও ইএসডিওর সৌহার্দ্য-৩ কর্মসূচির সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
সমন্বয় সভায় সৌহার্দ্য-৩ কর্মসূচির উপজেলা সমন্বয়কারী একেএম রফিকুল ইসলাম প্রেজেন্টেশনের প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ, নিলাখিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, কেয়ার বাংলাদেশ এর ওয়াশ প্রোগ্রামের সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার সাবেদ আলী, সৌহার্দ্য-৩ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার আতাউর রহমান আনছারী, টিও এসডি রায়হান কবীর, উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, সাজেদা ফাউন্ডেশনের ব্যবস্থাপক লুতফর রহমান প্রমুখ।
সভায় সাধুরপাড়া, মেরুরচর, বগারচর, নিলাখিয়া ইউনিয়নে স্যানিটেশন ব্যবস্থা, কমিউনিটি পর্যায়ে নিরাপদ পানি নিশ্চিত করা, নলকূপ স্থাপন, বিভিন্ন ইউনিয়নকে খোলা পায়খানা মুক্ত এলাকা ঘোষণার কার্যক্রম সহ ওয়াশ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.