বকশীগঞ্জে ইউএনও লুৎফুন নাহারকে বিদায় ও অহনা জিন্নাতকে বরণ

 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহারকে বিদায় ও ইউএনও হিসেবে অহনা জিন্নাতকে বরণ করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী ইউএনও লুৎফুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,নবাগত ইউএনও অহনা জিন্নাত, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, পিআইও মো. মজনুর রহমান, বকশীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রামানিক, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, সাংবাদিক শাহীন আল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ।
এসময় নবাগত ইউএনও অহনা জিন্নাত বকশীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.