বকশীগঞ্জে আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে জাতীয় শোক দিবস পালিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

গতকাল শনিবার (১৫ আগস্ট) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কার্যক্রম শুরু হয়।

এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়। আলীর পাড়া গ্রামের ঐতিহ্যবাহী গাজী পরিবারের পৃষ্ঠপোষকতায় এবং অত্র কলেজের উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।শোক র‌্যালিতে আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা আলহাজ গাজী মো. আমানুজ্জামান, কলেজের গভর্নিং বডির সদস্য গাজী মো. আজাদুজ্জামান, অত্র কলেজের উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান সহ গাজী পরিবারের অন্যান্য সদস্য, কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.