বকশীগঞ্জে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করায় কসাইকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে এক কসাইকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯ টায় বগারচর ইউনিয়নের রামরামপুর খেয়াঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
এসময় মাংস বিক্রেতা শাহির উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক জুলহাস মিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন জানান, অসাধু মাংস বিক্রেতাদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.