বকশীগঞ্জে অত্যাধুনিক আই কেয়ারের যাত্রা শুরু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে এই প্রথম চক্ষু চিকিৎসায় অত্যাধুনিক কম্পিউটাররাইজড আই কেয়ারের যাত্রা শুরু হয়েছে।
আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্সের নতুন সংযোজন “আই কেয়ার“ পবিত্র মিলাদের মধ্যেদিয়ে চক্ষুসেবা কার্যক্রম শুরু হয়।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১১টায় পুরাতন বাসষ্ট‌্যান্ড রবি টাওয়ারের নীচে আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্সের ৩য় তলায় পবিত্র মিলাদের মধ্যেদিয়ে আই কেয়ার এর এ চক্ষুসেবা কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্সের মালিক আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনির উদ্যোগে স্বল্প খরচে ভাল মানের চক্ষু সেবা দেবার প্রতিশ্রুতি নিয়েে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চোখের সব জটিল চিকিৎসায় অত্যাধুনিক যন্ত্রপাতি সমন্নয়ে চক্ষু পরিক্ষা করে চশমা ও চিকিৎসা সেবা প্রাদান করা হবে।
উক্ত আই কেয়ারে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চক্ষু চিকিৎসা সেবা প্রদান করবেন চক্ষু রোগের বিশেষ অভিজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ সেলিম মিয়া।
এছাড়াও প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা রাত ৮টা পর্যন্ত চক্ষু চিকিৎসা সেবা প্রদান করবেন অপ্টোমেট্রিস্ট ও চক্ষু রোগে বিশেষ অভিজ্ঞ মোঃ মিজানুর রহমান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.